শুরুতেই দুই উইকেট পেলো বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিং করতে নেমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ৩৬ রানের ভিতরেই তুলে নিয়েছে দুই উইকেট।
দলীত ৩৩ রানে দক্ষিণ আফ্রিকান ওপেনা ররিজা হেন্ডরিকস শরিফুল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরে যান। আউট হবার আগে ১৯ বলে ১২ রান করেন তিনি।
এরপর অষ্টম ওভারে দলীয় ৩৬ রানে মেহেদি মিরাজে বল অফ স্টাম্পের দিকে সরে গিয়ে লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে এলবিডব্লু হয়ে ফিরে যান ফন ডার ডুসেন।
এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়ংখেড়েতে এ ম্যাচে টস জিতে শুরুতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এ ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে একটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারাও।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।