আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রোটিয়া বধের মিশনে আগে ব্যাটিংয়ে টাইগাররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। টস ভাগ্যে হারে  সফরকারীরা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেঞ্চুরিয়নে। 

প্রায় ২০ বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। তারপর এখন পর্যন্ত কোনো ফরম্যাটের ম্যাচেই জয় পায়নি টাইগাররা। এখনো পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি ২২ দেখায় দক্ষিণ আফ্রিকা ১৭টি ম্যাচে জিতেছে, একটিতে কোনো ফলাফল আসেনি। বাংলাদেশ চারটিতে জিতেছে, কিন্তু কোনোটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে নয়।

দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো ২০১৯ সালে বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নিয়েছেন, এরপর এই প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, ৬ মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :

কাইল ভেরেইন (উইকেটরক্ষক), জনেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলুকওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, জন, লুঙ্গি এনগিদ। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন