আর্কাইভ থেকে জাতীয়

‘আনসারবাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেয়া হয়নি, ভবিষ্যতেও হবে না’

আনসারবাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেয়া হয়নি, আর ভবিষ্যতেও দেয়া হবে না। তাদেরকে গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে কোনো আইনও হচ্ছে না। সব প্রোপাগান্ডা। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধির আওতায় থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। আনসার ব্যাটালিয়নকে গ্রেপ্তার বা আটকের ক্ষমতা দিয়ে আইন করার বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। সেখানে আলোচনা পর্যালোচনা চলছে।’

তিনি আরও বরেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিএনপি জামায়াত কাউকেই এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন