আর্কাইভ থেকে জাতীয়

৮ কোটি ২০ লাখ ইউরো অনুদান দেবে ইইউ

৬ প্রকল্পের জন্য ৮ কোটি ২০ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

আজ বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইইউর মধ্যে এ অনুদান সহায়তা চুক্তিগুলো সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পাঠানো (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদানের অর্থ দেশব্যাপী মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, নবায়নযোগ্য জ্বালানী শক্তি উৎপাদন, পরিবেশসম্মত ইট উৎপাদন, লিঙ্গ বৈষম্য রোধ, সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

সই হওয়া চুক্তি সমূহ হচ্ছে- হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১ (এইচসিডিপি ২১) শীর্ষক কর্মসূচির অনুকূলে অতিরিক্ত ৩০ মিলিয়ন ইউরো, পার্টনারশীপ ফর গ্রিণ এনার্জি ট্রান্সজিশন শীর্ষক প্রকল্পের অনুকূলে ১২ মিলিয়ন ইউরো, এ্যাডভেন্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো, ই-ইফেকটিভ গভার্নেন্স এক্সিলেটারিং ই-গর্ভনমেন্ট এন্ড ডিজিটাল পাবলিক সেভার্স ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো, স্ট্রেনথিং প্রিভেনশন এন্ড রেসপন্স টু জেন্ডার ভায়োলেন্স এ্যাট পাবলিক এন্ড ওয়ার্কপ্লেস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো এবং স্কেলিং আপ গ্রিণ কনস্ট্রাকশন ইন বাংলাদেশ  শীর্ষক কর্মসূচির অনুকূলে ১০ মিলিয়ন ইউরো। প্রকল্পসমূহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইআইবির ভাইস প্রেসিডেন্ট মিস টেরেসা জারউইনস্কা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট মিস উরসুলা ভন দার লিয়েন, ইআইবি’র এশিয়া প্যাসিফিক বিভাগের বিভাগীয় প্রধান এদভারদাস বুমসটেইনাসের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং ইইউর ইনটপার ডাইরেক্টর জেনারেল কোয়েন ডোয়েন্স ঋণচুক্তিতে সই করেন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ইইউ প্রায় ২০০০ মিলিয়ন ইউরো অনুদান সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তা প্রদানের ক্ষেত্রে ইইউ প্রধানত স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও জনস্বাস্থ্য এবং সুশাসনের উন্নয়নকে প্রাধান্য দিয়ে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন