মল্লিক বাড়ির বিজয়া দশমীতে কোয়েল
লাল সরু পাড় সাদা সুতির শাড়ি, লাল ম্যাচিং ব্লাউজ, গলায় সোনার হার, কানে ঝুমকো, আর হাতে শাঁখা-পলা। সিঁথি থেকে গাল, সিঁদুরে রাঙা কোয়েল মল্লিক। এছবি মল্লিক বাড়ির সিঁদুর খেলার। কোয়েলের পাশে দেখা গেল নিসপাল সিং রানেকেও। কোয়েলের পোস্টে দেখা যাচ্ছে তাদের সাড়ে ৩ বছরের ছেলে কবীরকেও।
পরনে লাল সরু পাড় সাদা সুতির শাড়ি, লাল ম্যাচিং ব্লাউজ, গলায় সোনার হার, কানে ঝুমকো, আর হাতে শাঁখা-পলা। সিঁথি থেকে গাল, সিঁদুরে রাঙা কোয়েল মল্লিক। এছবি মল্লিক বাড়ির সিঁদুর খেলার। কোয়েলের পাশে দেখা গেল নিসপাল সিং রানেকেও। তারও মুখ সিঁদুর রাঙা। মল্লিক বাড়িতে বিজয়া দশমীর বেশকিছু ছবির কোলাজ ভিডিও আকারে পোস্ট করেছেন কোয়েল।
তবে শুধু কোয়েল আর নিসপাল সিং রানে নয়, কোয়েলের পোস্টে দেখা যাচ্ছে তাদের সাড়ে ৩ বছরের ছেলে কবীরকেও। রয়েছেন অভিনেতা রঞ্জিৎ মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিককেও দেখা গেল 'মা' দুর্গাকে বরণ কর নিতে। দেখা গেল মল্লিক বাড়ির আরও অনেক বর্ষীয়ান সদস্যকেও। তবে শুধু মল্লিক বাড়ির সদস্যরা নয়, বহু মানুষই বিজয়া দশমীতে মল্লিক বাড়িতে গিয়ে সিঁদুর খেলেন। সিঁদুর খেলার পাশাপাশি, দেবী বরণের এক টুকরো ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েল। সঙ্গে সকলকে জানিয়েছেন বিজয়া দশমীর শুভেচ্ছা।