আর্কাইভ থেকে বিএনপি

সমাবেশের আগেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা

মহাসমাবেশের একদিন আগেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি বিএনপির দলীয় পতাকারও দেখা মেলে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের পর দলে দলে নেতাকর্মীদের কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা যায়। যদিও এখন পর্যন্ত কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে লিখিত কোনো অনুমতি মেলেনি।

এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ। ফলে শুধু কার্যালয়ের সামনেই অবস্থান করছেন নেতাকর্মীরা। অনেককে সড়ক ছেড়ে সড়ক বিভাজকের ওপর দাঁড়াতে দেখা গেছে।

এর আগে আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। ওই সময় দলের নেতাকর্মীদের কার্যালয়ের বাইরে দেখা যায়।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এখন পর্যন্ত পুলিশের তরফে এই জায়গায় সমাবেশের লিখিত অনুমতি মেলেনি। সড়কের বদলে কোনো মাঠে সমাবেশ করতে বলছে পুলিশ। তবে বিএনপি তাদের কার্যালয়ের সামনেই সমাবেশ করতে অনড়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন