আর্কাইভ থেকে ক্রিকেট

জুয়া খেলায় নিষিদ্ধ ইতালিয়ান ফুটবলার

চলতি মৌসুমে ইংলিশ লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিয়েছেন মিডফিল্ডার সান্দ্রো টোনালি। তার আগে তিন মৌসুম ইতালির শীর্ষ পর্যায়ের ক্লাব এসি মিলানে খেলেছেন তিনি। ওই সময় অংশ নিয়েছেন জুয়ার সাথে জড়িয়ে পড়েছিলেন ইতালির ২৩ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার।

বৃহস্পতিবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) টোনালির শাস্তি কথা জানায়। আগামী অগস্ট পর্যন্ত খেলতে পারবেন না তিনি। ইতালি ২০২৪ ইউরোর মূল পর্বে উঠলে সেখানেও খেলা হবে না তার।

ইতালির আদালতে দোষ স্বীকার করে বয়ান দিয়েছেন টোনালি। ঘটনা স্বীকার করায় তার সাজা কম হয়েছে। তবে টোনালি দোষ স্বীকার না করলে এবং তদন্তে ফিক্সিংয়ের বিষয়টি প্রমাণিত হলে তাকে অন্তত তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতো।

pOচলতি মৌসুমের শুরুতে নিউক্যাসল ৫৫ মিলিয়ন পাউন্ড দিয়ে টোনালিকে কেনে। ডিফেন্সিভ এই মিডফিল্ডার নিউক্যাসলের চলতি মৌসুমে সব মিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে দশটিতে অংশ নিয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন