আর্কাইভ থেকে ক্রিকেট

নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ শনিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। ওয়ানডে ফরম্যাটে এটি দু’দলের তৃতীয় লড়াই। আগের দুই লড়াইয়ের মধ্যে ১টি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। আজ নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী  সহ-অবস্থানে  থাকলেও, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। ২০১০ সালে গ্লাসগোতে প্রথম দেখায় নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেট হারের লজ্জা পেয়েছিলো টাইগাররা।

ওয়ানডেতে বাংলাদেশ-নেদারল্যান্ডস হেড টু হেড পরিসংখ্যান :

২০-০৭-২০১০ : নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী, গ্লাসগো

১৪-০৩-২০১১ : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী, চট্টগ্রাম

সব মিলিয়ে ওয়ানডেতে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস :

বাংলাদেশের জয় : ১ ম্যাচে

নেদারল্যান্ডসের জয় : ১ ম্যাচে

টাই : ০

পরিত্যক্ত : ০

এ সম্পর্কিত আরও পড়ুন