আর্কাইভ থেকে বাংলাদেশ

ঠাণ্ডা মাথায় খেলতে হবে : মিরাজ

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল বুধবার (২৩ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। 

প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজি জয়ের হাতছানি। কিন্তু আইসিসি  আয়োজিত অফিসিয়াল সংবাদ সম্মেলনে সবার আগে মেহেদী হাসান মিরাজের কাছে  জানাতে চাওয়া হলো সাকিব আল হাসানের মানসিক অবস্থা কেমন? কারণ তার পরিবারের সবাই অসুস্থ। ঢাকায় ফিরে আসার কথা শোনা গেলেও পারক্ষনেই সাকিব ফিরতে চাননি। তৃতীয় ওয়ানডে  খেলে ফিরতে  চান  তিনি। 

মিরাজ জানান, ‘সাকিব মানসিকভাবে বেশ শক্ত। উনাকে খুব সহজে ঘায়েল করা যায় না। পারিবারিক সমস্যা থাকা সত্ত্বেও টিমের সঙ্গে থাকায় আমাদের মনোবলও বেড়ে গেছে।’    

তার এই পেশাদারিত্বে মুগ্ধ বিসিবি  সভাপতি নাজমুল হাসান পাপন। আজ মঙ্গলবার (২২ মার্চ) পাপন গণমাধ্যমকে জানান, ‘সাকিব আমাকে প্রথম ওয়ানডের আগেই বলেছিল যে, ওর পরিবারের সদস্যরা অসুস্থ। আমি ওকে বলেছি যে, ও চাইলে দেশে আসতে পারে। পরিবার গুরুত্বপূর্ণ। পরিবারের জন্য অবশ্যই সে যখন মনে করে তখন চলে আসতে পারে। তখনও বলেছিল যে, দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে। তো দ্বিতীয় ওয়ানডের পর বলল যে, আমি চলে আসছি। বললাম, আস। ওর টিকিটও বুক হয়ে গিয়েছিলো। তারপর আবার কাল ফোন করে বলল, না আমি তৃতীয় ওয়ানডে খেলে আসবো।’

এবার আসা যাক তৃতীয় ওয়ানডের আগে মিরাজের সংবাদ সম্মেলনে। সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। যা ছিলো দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোন ভার্সনে টাইগার দলের প্রথম জয়। সেই সঙ্গে ১৯ ম্যাচ হারের বৃত্ত থেকে বের হয়ে আসে তারা। তবে দ্বিতীয় ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।  এবার নতুন ইতিহাস সৃষ্টির লক্ষ্য। কতোটা সফল হবে তা নির্ভর করবে ব্যাটারদের উপর। 

‘যদি আগে ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ তাহলে বড় স্কোরের দিকেই লক্ষ্য রাখতে হবে। কারণ তাতে বোলাররা উইকেটের সাথে মানিয়ে নিতে পারবে।’

সেঞ্চুরিয়নের উইকেট ছিলো বাংলাদেশ দলের জন্য সহায়ক। তাই সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়ার কারণে সফরকারীরা সেরা কিছুরই আশা করছেন। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজকে স্মরণীয় করে রাখার আশা ছাড়তে রাজি নন মিরাজ। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কোনোভাবেই হালছাড়লে হবে না। কারণ  বিদেশের মাটিতে কোনো সিরিজ জিততে পারলে শুধু দলেরই নয়, একজন  খেলোয়াড়ের সম্মানটাও বেড়ে যায়।’   

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার ওয়েন পারনেলের। অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই বাঁ-হাতি ফাস্ট বোলার। মঙ্গলবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, পারনেলের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে ওয়েস্টার্ন প্রভিন্সের তত্ত্বাবধানে। তিনি আবার কবে মাঠে ফিরবেন, তা জানানো হবে সময়মতো। এছাড়া রায়ান রিকেলটনকে তার প্রাদেশিক দলের হয়ে সিএসএ ওয়ানডে কাপ খেলতে ছেড়ে দেওয়া হয়েছে স্কোয়াড থেকে।

দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও বাংলাদেশ দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকলে একই স্কোয়াড নিয়েই টানা ছয়টি ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে ফরম্যাটে এ পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল  হয়। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন