টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের
আফগানিস্তানের বিপক্ষে খেলার পর টানা ম্যাচে মিলেছে পরাজয়ের গ্লানি। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হারে এখন টাইগারদের জন্য কঠিন হয়ে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাওয়া।
অন্যদিকে সেমির দৌড়ে অন্যতম ফেভারিট দল হিসেবেই আসর শুরু করেছিল পাকিস্তানও। প্রথম দুই ম্যাচে জয়ও পেয়েছিল ম্যান ইন গ্রিনরা। কিন্তু এরপরই বিপাকে পড়ে বাবর আজমরাও। টানা চার ম্যাচ হেরে এখন সেমির দৌড় থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে তারা।
টানা হারের বৃত্তে থাকা এই দুই দল মঙ্গলবার (৩১ অক্টোবর) মুখোমুখি লড়াইয়ে নামছে জয়ের ধারায় ফিরতে। কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।