আর্কাইভ থেকে ক্রিকেট

কিউইদের বিশাল ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ৩৫৭ রানের পাহাড় ছুড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ব্যাটারদের এই রান পাহাড়ে উঠতে পারেনি কিউইরা। ১৯০ রান পিছিয়ে থেকে মাত্র ১৬৭ রানেই অলআউট হয়ে পরাজয় বরণ করেছে টম লাথামের দল।

বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬তম ওভারে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায় কিউইরা। ফলে ১৯০ রানের বিশাল জয়ে সবার শীর্ষে উঠে সেমিতে এক পা দিয়ে রাখল প্রোটিয়ারা।

এ সম্পর্কিত আরও পড়ুন