আর্কাইভ থেকে ঢালিউড

হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তিনি মারা যান।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের ​​​​​​সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, সাড়ে ৩টার দিকে আমরা খবর পেয়েছি। কীভাবে কী হলো আমরা এখনো বিস্তারিত জানিনা। শোনেছি তাকে একটি ছেলে উত্তরার বাংলাদেশ মেডিকেল নিয়ে যায়, ডাক্তাররা দেখে বলেন, নিয়ে আসার আগের তিনি মারা গেছেন। এরই মধ্যে হাসপাতালে পুলিশ পৌঁছালে সেই ছেলেটি তার (হিমুর) ফোন নিয়ে পালিয়ে যায়।

ছেলেটি কে ছিল জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা তো তাকে চিনি না। সে পালিয়ে গেছে। আমরা সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব। উল্লেখ্য, হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন