দলের সঙ্গে যোগ দিলেন লিটন
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে দিল্লিতে না গিয়ে ঢাকা ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস। জানা গেছে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।
জানা গেছে আজ শুক্রবার সকালে ভারতের বিমান ধরেন লিটন। সেখানে পৌঁছে সরাসরি দলের সঙ্গে যোগ দেন তিনি। এমনকি দিল্লিতে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুশীলনেও দেখা যেতে পারে এই ওপেনারকে। যদিও আজ বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হয়েছে
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ে আসর শুরু করলেও পরের ৬ ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল।
সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপে পয়েন্ট টেবিলে অন্তত সাত-আটে থেকে শেষ করা। যাতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারে দেশ।