ছোট ভাইকে হত্যা, বড় ভাইয়ের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লবকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন মামলার একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মো নজরুল ইসলাম বিপ্লব কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের হাজী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাছের ফারুক মুহাম্মদ সঞ্জু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল বিকেলে ছোট ভাই মাসুদ উজ জামানকে (৪০) কুপিয়ে হত্যা করেন মো. নজরুল ইসলাম বিপ্লব। এ ঘটনায় ২২ এপ্রিল নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে মো. নজরুল ইসলাম বিপ্লবকে একমাত্র আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২২ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার তৎকালীন পরিদর্শক মো. নুর ইসলাম।
আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার (৬ নভেম্বর) দুপুরে রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও বিবাদী পক্ষে অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা মামলাটি পরিচালনা করেন।
এএম/