আর্কাইভ থেকে ফুটবল

এসি মিলানের কাছে হারলো পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়ে ম্যাচ হারলো পিএসজি।  এক মাস ধরে চলা ব্যর্থতার জাল ভেদ করে জয়ের দেখা পেলো এসি মিলান।

মঙ্গলবার রাতে সান সিরোয় ম্যাচে ২-১ গোলে জিতেছে এসি মিলান। মিলান স্ক্রিনিয়ারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রাফায়েল লেয়াও। বিরতির পর অলিভিয়ে জিরুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

মিলানের এই জয়ে ‘এফ’ গ্রুপের লড়াই আরও জমে উঠেছে। দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় স্থানে পিএসজির পয়েন্ট ৬। আসরে প্রথম জয়ের দেখা পাওয়া মিলান ৫ পয়েন্ট নিয়ে উঠেছে তিন নম্বরে। চতুর্থ স্থানে নিউক্যাসলের পয়েন্ট ৪।

 

এ সম্পর্কিত আরও পড়ুন