নিউজিল্যান্ড সিরিজেও খেলবেন না তামিম
বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না তামিম ইকবালের। আসরটির পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এবার জানা গেলো আসন্ন সেই সিরিজেও থাকছেন না তামিম।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, 'সে (তামিম) টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এইমুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।'
এদিকে, আসন্ন টেস্ট সিরিজে থাকবেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। সেটিও নিশ্চিত করলেন জালাল। কবে নাগাদ টাইগার অধিনায়ক মাঠে ফিরতে পারেন এমন প্রশ্নে জালাল বলেন, 'ফিটনেসের ওপর নির্ভর করছে সবকিছু।'