আর্কাইভ থেকে এশিয়া

এবার বিশ্ববিদ্যালয়ে হামলা চালালো ইসরায়েলি বাহিনী

গতকাল গভীর রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় ‘বিরজাইট ইউনিভার্সিটি’র ক্যাম্পাসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইহুদি সেনাবাহিনীর রাতভর চালানো এই অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ক্যাম্পাসে দুই ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করেছিল তারা। মূলত, ছাত্রদের সম্পত্তি ধ্বংস করাই ছিল সেনাদের মূল লক্ষ্য। এদিকে, রামাল্লার অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলিসেনাবাহিনী (আইডিএফ)।

প্রসঙ্গত, গেলমাসের ৭ অক্টোবরহামাসেরহামলারপরথেকেইসরাইলেরঅব্যাহত এ হামলায় এখনপর্যন্ত৪ হাজার ২৩৭ শিশু প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে ১৩শ’র বেশি। হামলায় আহতরাও পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা সেবা। এমনকি ইহুদি সেনাবাহিনীর এ হামলা থেকে রেহাই পায়নি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স এবং ত্রাণ বহনকারী গাড়িও। হামাস-ইসরাইল যুদ্ধের একমাসে গাজায় মোট প্রাণহানি হয়েছে ১০ হাজার ৩৩৮ জনের। আহত হয়েছেন সাড়ে ২৫ হাজারের বেশি মানুষ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন