আর্কাইভ থেকে বাংলাদেশ

গুড বয়কে টপকে গেলেন ব্যাড বয়

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। এবার যেন এ রেকর্ড হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছেন তিনি। অসুস্থতার কারণে প্যারিস থেকে দেশে আসা হয়নি মেসির। সেজন্য চলমান ম্যাচগুলো খেলছেন না তিনি। সেই ফাঁকে উরুগুইয়ান ফুটবলার সুয়ারেজের কাছেই এবার একটা রেকর্ড হাতছাড়া হয়ে গেলো আর্জেন্টাইন অধিনায়কের।

ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলার সূত্র ধরে দুই জনের বন্ধুত্ব। দিনে দিনে সেই বন্ধন শক্ত হয়েছে বেশ। লুইস সুয়ারেজ আগেই বার্সা ছেড়েছেন। গত গ্রীষ্মে মেসিও বিদায় বলেছেন বার্সাকে। তবুও সময় পেলেই দুই বন্ধু একত্রিত হন, আড্ডায় মাতেন গোটা পরিবার নিয়ে। এ খবর সমর্থকদের অজানা নয়। 

বাংলাদেশ সময় বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির মুখোমুখি হয় উরুগুয়ে। এ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৯তম মিনিটে বাইসাইকেল কিকে দারুণ একটি গোল করেন সুয়ারেজ। যেটি নিজেই বলছেন, বিশেষ কিছু। এই গোলের কল্যাণেই মেসিকে টপকে যান সুয়ারেজ।

দক্ষিণ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্বে সুয়ারেজের গোলসংখ্যা ২৯টি। ২৭ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে মেসি। যেখানে ২৭ গোল করতে মেসি ৫৮ ম্যাচ কেলেছিল, সেখানে সুয়ারেজ ২৮ গোল করতে ম্যাচ খেলেছেন ৬০টি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন