পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার উপায় জানালেন আকরাম
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পর সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের কাগজে কলমে আশা থাকলেও বাস্তবিক অর্থে তা অসম্ভব। সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে ‘অসম্ভব’ ব্যবধানে।
ক্রিকেট মাঠে যা করে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম পাকিস্তানকে সেমিফাইনালে যাওয়ার জন্য অভিনব এক উপায় বলে দিলেন! সেটা অবশ্য এই মজা করেই বলেছেন তিনি।
আকরাম বলেছেন, আগে ব্যাটিং করে প্রয়োজন অনুযায়ী রান করতে হবে। এরপর ইংল্যান্ডের ড্রেসিংরুমে বাইরে থেকে তালা লাগিয়ে দিতে হবে। তাতে সবাই ‘টাইমড আউট’ হয়ে যাবে। আর এভাবেই সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান।
আকরামের এই কৌশলের কথা পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’-এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে বলেছেন সঞ্চালক ফখরে আলম।
অনুষ্ঠান শুরুর আগেই পাকিস্তানের এই কৌশলের কথা নাকি জানিয়েছেন আকরাম। যদিও প্রোগ্রাম শুরু হতেই নাকি সেটা ভুলে গেছেন তিনি!