আর্কাইভ থেকে টুকিটাকি

অংক করছে কুকুর!

বাড়ির পোষ্যকে নানা সময় নানা কাজ করতে দেখা যায়। তাদের প্রশিক্ষণ দিলে তারা যেমন আপনার জিনিস বয়ে এনে দিতে পারে, তেমনই আবার আপনার সঙ্গে বাগানের কাজ করতে পারে, বা খেলতেও পারে। কিন্তু কখনও কি কোনও কুকুরকে অংক সমাধান করতে দেখেছেন? সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। স্কাউট নামের একটি কুকুর সে তার মালিকের সঙ্গে বসে বসে কঠিন অংকের সমাধান করছে। আর তার সেই ভিডিও দেখে তাজ্জব বনে গেছেন সকলে। এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে 'স্কাউট অংক সলভ করছে। কীভাবে সে জলদি অংকের সমাধান করে দেখুন। অংক করতে ও ভীষণই ভালোবাসে। আশা করব সবার উইকেন্ড খুব ভালো কাটছে।' তারপরই ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে স্কাউট মাটিতে বসে রয়েছে তার মালিকের সামনে। তিনি ওকে একটি করে অংকের প্রশ্ন জিজ্ঞেস করছেন আর স্কাউট হাত দিয়ে সঠিক উত্তর দেখিয়ে দিচ্ছে। এরপর দেখা যায় ধীরে ধীরে কুকুরটি সমস্ত উত্তর ঠিক দিয়ে দেয়। গেলো মাসে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। তারপর সেটা ভাইরাল হয়ে যায়। বর্তমানে এটি ৪.৬ মিলিয়ন ভিউজ পেয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে পোস্ট শেয়ারের সংখ্যাও।

A post shared by Scout The Morkie (@iam.a.girl.scout)

এ সম্পর্কিত আরও পড়ুন