আইসিসির মাসসেরা নির্বাচিত হলেন রাচিন রবীন্দ্র
নিউজিল্যান্ডের হয়ে চলতি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন রাচিন রবীন্দ্র। কিউই এই অলরাউন্ডার বিশ্বকাপে ৯ ম্যাচে ৩টি শতক ও ২টি অর্ধশতকসহ ৫৬৫ রান তুলে অবস্থান করছেন সবার শীর্ষে।
এর এই শতক ৩ টির ২টি করেছেন অক্টোবর মাসে, অধর্শতক ২টিও অক্টোবরেই। একই সঙ্গে অক্টোবর মাসে শিকার করেছেন ৩টি উইকেট।
মাসজুড়ে দুর্দান্ত এই পারফরম্যান্সের পর আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ২৩ বছর বয়সী রবীন্দ্র। সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার পথে এই রাচিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন কুইন্টন ডি কক ও যসপ্রীত বুমরা।
অক্টোবরের মাসসেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস।