পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ১ টি করে জয় পেয়েছিলো দুই দল। তাই পাকিস্তান বনাম বাংলাদেশের মেয়েদের শেষ ওয়ানডেটি ছিল সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করলো টাইগ্রেসরা।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান। টার্গেট তাড়ায় বাংলাদেশের উদ্বোধনী জুটি থেকে আসে ১২৫ রান। ১১৩ বলে ৫ চারে ৬২ রান করে বলে এলবিডব্লিউ হন ফারজানা হক। এরপর ৫১ রান করে ফেরেন মুর্শিদাও।
দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে নেমে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ভুল বোঝাবুঝিতে বল মোকাবিলার আগেই রান আউট হন ফাহিমা। তবে আর কোনো উইকেটের পতন হতে দেননি জ্যোতি আর সোবানা মোস্তারি জুটি। তারা দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মোস্তারি ৩০ বলে ১৯ আর জ্যোতি ২৫ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন।