ম্যাচের আগেই পাকিস্তানকে বিদায় দিলো আইসিসি
‘অসম্ভব’ সমীকরণ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে নেট রানরেটে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হবে ২৮৭ রানে। আর রান তাড়ায় লক্ষ্য ছুঁতে হবে ২.৪ ওভারের মধ্যে।
এমন অসম্ভব সমীকরণে ম্যাচের আগেই পরোক্ষভাবে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায়ই জানিয়ে দিয়েছে আইসিসি। গতকাল শুক্রবার রাতে ভারতে দীপাবলি উদ্যাপন উপলক্ষে গেটওয়ে ইন্ডিয়াকে ঘিরে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। যেখানে গেটওয়ের দেয়ালজুড়ে বিশ্বকাপের নানা দৃশ্য ভেসে উঠতে থাকে।
সবার শেষে এক পাশে দেখা যায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ছবি এবং অন্য পাশে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনের ছবি। বর্তমানে সেরা চারে থাকা চার দলের অধিনায়কের ছবির মধ্য দিয়ে আইসিসি যেন পাকিস্তানকে বিদায়ই জানিয়ে দিল।