অপু মুন্নির কল রেকর্ড ফাঁস, তাপস-বুবলির প্রেম সত্যি!
বুবলির মত খারাপ মেয়ে আমি জীবনে দেখি নি। সম্প্রতি এক কলরেকর্ড ফাঁসে এমনই বলেছেন গান বাংলার কর্ধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি।
বুবলি ও তাপসের প্রেম নিয়ে সামাজকি মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন মুন্নি। পরে দাবি করা হয় তার ফেসবুক পেজ হ্যাকারদের কবলে পড়েছিলো। কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে ফাঁস হওয়া কল রেকর্ডে মুন্নি দাবি করেন, আমি জেনে বুঝেই সেই স্ট্যাটাস দিয়েছিলাম। যে রাতে স্ট্যাটাসটি দেয়া হয়েছিলো তখন তাপসের সঙ্গে বুবলি গানবাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বলে জানান মুন্নি।
ফোনকলে মুন্নি আরো বলেন, তাপস ও বুবলির এমন কার্যকলাপ দেখে আমি সইতে না পেরে শুক্রবার রাত ৩ টার দিকে তাপস কে ভিডিও কল দিয়ে বুবলিকে দিতে বলি। সে সময় বুবলি টয়লেটে লুকিয়ে ছিলো। সে বাথরুম থেকে বের হলে তাকে আমি বলি, বুবলি তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না? তোমার খারাপ লাগে না? ও(বুবলি) কথাগুলো শুনে মুচকি হাসলো। ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারি নি। তখনই আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। প্রায় ১৪ মিনিটের ফোনকলে ফারজানা মুন্নি শাকিবের প্রসঙ্গও টেনে আনেন। বলেন, ও(বুবলি) তাকে কন্ট্রোল করতে পারছে না। রিভেঞ্জ নিতে চায়। এজন্যই তাপস কে সে ব্যবহার করছে।
অডিওতে মুন্নি কে আরো বলতে শোনা যায়, বুবলির মত খারাপ মেয়ে আমি জীবনেই দেখি নি। সে একসময়ও বাসায় থাকে না। সবসময় তাপসের কাছে বসে থাকে। গানবাংলার গাড়ি দিয়ে তাকে বাসা থেকে নিয়ে আসা হয় এবং সেই গাড়িতেই আবার বাসায় রেখে আসে।
কথোপকথনের এক পর্যায়ে দাবি করা হয়, বুবলি এখন তাপসের কথায় ওঠাবসা করে। কয়েকদিন আগে শাকিব অপুর ছেলে জয়ের জন্মদিনে শেহজাদ বীর যে শুভেচ্ছা পাঠায় তা তাপসের কথাতেই।
১৩ মিনিট ৫৪ সেকেন্ডের এই ফোনকলে শুধু ফারজানা মুন্নির কন্ঠই শোনা গেছে। অপু বিশ্বাসের কথাগুলো কেটে দেয়া হয়েছে। তবে তিনি যে অপুর সঙ্গেই কথা বলছিলেন তা বোঝা যায় বিভিন্ন সময় কথার মাঝখানে অপু বিশ্বাসের নাম নেওয়া দেখে। সামাজিক মাধ্যমের বিভিন্ন ফেসবুকে পেজে ফোনকল রেকর্ড টি পাওয়া যাচ্ছে। এটা নিয়ে এখন পর্যন্ত বুবলি বা অপু বিশ্বাস কেউই কোনোকিছু বলেন নি।