মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধ, মিছিলের নামে বিএনপি-জামায়াত বিভিন্ন বাসে পেট্রোলবোমা ছুড়েছে। মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় আসা যাবে না। সঠিক পথে, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক।
সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সম্পতি রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাস ও বিভিন্ন গাড়িতে দেয়া আগুনে দগ্ধ ব্যক্তিদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধ, মিছিলের নামে বিএনপি-জামায়াত বিভিন্ন বাসে পেট্রোলবোমা ছুড়েছে। যাতে অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ৭ জন ভর্তি হয়েছেন। এখনও ৬ জন ভর্তি আছেন। এর মধ্যে ২ জনের অবস্থা খুবই খারাপ। প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর রাখছেন।’
তিনি বলেন, মিছিল-মিটিংয়ের অধিকার, কথা বলার অধিকার সবারই রয়েছে। তাই বলে মানুষকে পুড়িয়ে মারা, জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই। যারা এসব করেছে, তাদের অনেককে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে।
জাহিদ মালেক বলেন, ‘অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, শ্রমিকরা কাজে যেতে পারছে না। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। তারা অনলাইনে ক্লাস করছে, মা-বাবারাও স্কুলে পাঠাচ্ছে না। গ্রাম থেকে যেসব কাঁচামাল আসে সেগুলো বহনে কষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে স্বাস্থ্যসেবাও নিতে পারছে না। মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় আসা যাবে না। সঠিক পথে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এ ছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।’
এএম/