আর্কাইভ থেকে রাজনীতি

অংশগ্রহণমূলক নির্বাচন চাই: ড. কামাল

‘আমি জাতীয় সংলাপের মধ্যদিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটি হলে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। আমরা চাচ্ছি দেশের জাতীয় ঐক্য আরও সুসংহত করা, সবার সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যে আসা এবং সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করা। এ চেষ্টা আমরা করে যাবো। বললেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও সংবিধান রচয়িতা ড. কামাল হোসেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিল পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, দেশের অবস্থা ভয়াবহ। জনগণ ঐক্যবদ্ধ হলে এ অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ঐক্যের গুরুত্ব আমরা সব সময়ই দিয়ে থাকি। নীতি, আদর্শকে কেন্দ্র করে ঐক্য। সেই ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তা করবো।

বিদেশি হস্তক্ষেপে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদেরই চেষ্টা করে যেতে হবে। দেশের এ পরিস্থিতিতে আমাদের মধ্য থেকেই এটি পরিবর্তনের চেষ্টা করে যেতে হবে।

সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম খান কামালকে সভাপতি এবং ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন