হোটেল ঘরেই হোটেলের কর্মীকে গণধর্ষণ
তরুণীকে গণধর্ষণের অভিযোগ হোটেলের ঘরে। পাঁচ জনকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণী হোটেলেরই কর্মী বলে জানা গেছে। অভিযোগ, মদ খাইয়ে তার উপর অত্যাচার করা হয়। মারধরের অভিযোগও তুলেছেন নির্যাতিতা।
ঘটনাটি ভারতের আগরার তাজগঞ্জ থানা এলাকার। সেখানেই একটি হোটেলে গেলো দেড় বছর ধরে চাকরি করেন তরুণী। অভিযোগ, তাকে জোর করে মদ খাওয়ানো হয়। তার পর নিয়ে যাওয়া হয় হোটেলের একটি ঘরে। প্রতিবাদ করলে তরুণীকে মারধরও করেন অভিযুক্তেরা। ওই ঘরেই তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তরুণীকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে। তাকে টেনেহিঁচড়ে একটি ঘরের ভেতরে ঢোকাতেও দেখা গেছে একদল যুবককে।
তাজগঞ্জ থানার পুলিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তারা এই ঘটনায় চার যুবক এবং এক মহিলাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী ধর্ষণ, হেনস্থা এবং অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর সঙ্গে অভিযুক্তদের কী সম্পর্ক, তাকে কেন এ ভাবে হেনস্থা করা হল, সে সম্বন্ধে খোঁজখবর নেয়া হচ্ছে।