দুর্নীতি মুক্ত করতে দুধ দিয়ে শুদ্ধ করল ইউনিয়ন পরিষদ
দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য চেয়ারম্যানের চেয়ার ও অনান্য আসবাব-পত্র দুধ দিয়ে ধোয়ালেন নবনির্বাচিত ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও তার অনুসারীরা।
রোববার (১৯ নভেম্নর) সকালে ডিমলা উপজেলার ৯নং টেপাখরিবাড়ি ইউনিয়ন পরিষদের। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়াসহ নিন্দার ঝড় উঠে।
ফেসবুক লাইভে দেখা যায় চেয়ারম্যানের অনুসারী জয়নাল, নাজমুল, ডা: দেলোয়ার, রমজান আলী ও শাহিনুর কে দেখা যায় একটি পাম্পের মাধ্যমে স্প্রে করে পরিষদের বিভিন্ন স্থানে দুধ ছিটিয়ে দিতেছে। তাদের বলতে শোনা যায় দুর্নীতি ও দালাল মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করার লক্ষ্যে তারা দুধ ছিটিয়ে চেয়ারম্যানের চেয়ার ও পরিষদের ভবনটি কে শুদ্ধ করে নিচ্ছেন।
এ বিষয়ে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যরা কোন মন্তব্য করতে রাজি হননি।
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো: নুর -ই- আলম সিদ্দিকী বলেন কেন কিভাবে কি করেছে এই বিষয়টি আমি এখনো সঠিক জানি না। এটা তার ব্যক্তিগত ইস্যু না অন্য কিছু জেনে তারপর।
স্থানীয় সরকার আর উপ-পরিচালক (উপ-সচিব) মো:সাইফুর রহমান জানান,কোথাও লেখা নেই দুধ দিয়ে সুদ্ধ করতে পারবে কি পারবে না । স্বাভাবিকভাবে কেউ এমন কাজ করেন না।
১৭ জুলাই নীলফামারীর ডিমলা উপজেলার ৩ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল ১৯ নভেম্বর সাবেক চেয়ারম্যান মইনুল হক এর নিকট দায়িত্ব বুঝে নেন নব নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন।