গাজীপুরে সিমেন্টবাহী ট্রাকে আগুন
গাজীপুরের পূবাইলে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে১১ দিকে পূবাইল থানাধীন গাজীপুর-গাউছিয়া মহাসড়কের তালটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি জানান, রাতে টঙ্গী থেকে আনোয়ার সিমেন্টের ঢাকা মেট্রো ট-২২৫৭৬১ খালি ট্রাক উলুখোলার উদ্দেশে যাচ্ছিল। পথে গাজীপুর -গাউছিয়া মহাসড়কের তালটিয়া এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক মোটরসাইকেল থেকে ইটপাটকেল ছুড়ে গতিরোধ করে। পরে তারা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এসে আগুন নেভানো হয়েছে। ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।