আর্কাইভ থেকে অপরাধ

যাত্রীবেশে বিআরটিসি বাসে আগুন দিলেন যিনি!

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসির দোতলা বাসে আগুন দেয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রীবেশে বিআরটিসির দোতলা বাসে উঠে আগুন দেন মো. সাজেদুল আলম টুটুল (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। তিনি রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর-১০ গোলচত্বরের পাশে ফায়ার সার্ভিস অফিসের সামনে বিআরটিসির দোতলা বাসে যাত্রীবেশে আগুন দেয়া হয়। আগুনে বাসের ওপরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজেদুলকে গ্রেপ্তার করা হয়।

ডিসি জসীম উদ্দীন মোল্লা আরও বলেন, বিআরটিসি বাসের চালক স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ গোলচত্বরে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন