আর্কাইভ থেকে দেশজুড়ে

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আকবর পাগলা (৬২) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মৃত আকবর পাগলা শহরের বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় শহরের গাছবাড়ী রেলক্রসিংয়ের পাশে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম।

মৃতের পরিবারের সদস্যরা জানান, ভোরে বাড়ি থেকে বের হয়ে যায় আকবর পাগলা। সকালে উঠে তাকে বাড়ীতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করে। পরে খবর পায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

সাকিউল আজম বলেন, মৃত আকবর পাগলা এর আগেও কয়েক বার ট্রেনে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে জানা যায়। মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন