গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা ১৭ লাখ
ইসরায়েলি হামলার জেরে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ১৭ লাখে।
মঙ্গলবার (২১ নভেম্বর) জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রতিবেদনে বলা হয়, গেলো ৭ অক্টোবর ইসরায়েলি হামলার শুরুর পর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৭ লাখে পৌঁছেছে।
সংবাদমাধ্যম খবর মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে প্রায় ৯ লাখ ৩০ হাজার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি (আইডিপি)। তারা উত্তরাঞ্চলসহ গাজা উপত্যকার পাঁচটি গভর্নরেট জুড়ে ১৫৬টি ইউএনআরডব্লিউএ`র স্থাপনায় আশ্রয় নিয়েছে। প্রায় ৭ লাখ ৭০ হাজার আইডিপির মধ্যে খান ইউনিস এবং রাফাহ এলাকায় ৯৯টি স্থাপনায় আশ্রয় নিয়েছেন। এই উপত্যকায় মোট জনসংখ্যা প্রায় ২৩ লাখ।
সংস্থাটি সতর্ক করেছে যে `অতিরিক্ত মানুষের ভিড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে শ্বাসজনিত অসুস্থতাসহ ডায়রিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পরিবেশগত এবং স্বাস্থ্য সমস্যাগুলোর ভয়াবহতার শঙ্কা জানিয়ে সংস্থার দেয়া পরিষেবার সীমাবদ্ধতা তুলে ধরা হয়।
গেলো দেড় মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে নিহত হয়েছে সাড়ে পাঁচ হাজার শিশুসহ প্রায় ১৪ হাজার ফিলিস্তিনি।