আর্কাইভ থেকে ফুটবল

গোল মিসের মহড়ায় চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার বিদায়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলো বার্সেলোনা। দ্বিতীয় লেগে পিএসজির সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। তাই দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় শেষ আটে নিজেদের জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন।

যদিও কোয়ার্টারে যেতে হলে বার্সেলোনাকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো। এমন কঠিন সমীকরণের ম্যাচে প্রথমার্ধে আশা জাগানিয়া ফুটবল উপহার দেয় রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও সেটা থেকে গোল করতে ব্যর্থ হন উসমান ডেম্বেলে। ডেম্বেলের গোল মিস ও পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের অতিমানবীয় কিছু সেভ বার্সাকেও ম্যাচে ফিরতে দেয়নি।
 
ম্যাচের ৩২তম মিনিটে ভিএআর এর কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে একটি গোল করে পিএসজিকে এগিয়ে নেন এমবাপে।

এরপরই ৩৭ মিনিটের মাথায় ডি বক্সের বাহির থেকে মেসি রকেট গতির শটে অসাধারন একটি গোল করেন মেসি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পেনাল্টিতে গোলের সুযোগ আসে বার্সেলোনার সামনে। কিন্তু মেসির নেয়া পেনাল্টি রুখে দেন কেইলর নাভাস।

পুরো দ্বিতীয়ার্ধ জুড়েও শট চেষ্টা করেও কোন গোলের দেখা পায়নি দুই দল। যার ফলে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ আটে টিকেট নিশ্চিত করে প্যারিস সেন্ট জার্মেইন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন