আর্কাইভ থেকে দেশজুড়ে

যাত্রাবাড়ীতে বাসে আগুন

বিএনপি-জামায়াতের গেলো ৪৮ ঘণ্টার হরতাল শেষে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  এ ঘটনায় আহত হয়েছেন একজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমে বলেন, যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টায়। যা শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন