থানার সামনে জব্দকৃত বাসে আগুন, যা বলছে পুলিশ
কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটি ভস্মীভূত হয়।
বুধবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এ আগুন লাগে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, বাসে আগুনের ঘটনাটি নাশকতা না অন্য কোনো কিছু সেটি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, গত ১৮ নভেম্বর বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৮ মাইল নামক স্থানে যাত্রীবাহী ওই বাসটি উল্টে যায় এতে অন্তত ২৬ যাত্রী আহত হন। পরে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে তাদের হেফাজতে নিয়ে যায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার রাত ১১টার দিকে হঠাৎই কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহনে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে এরই মধ্যে বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। কোনো নাশকতা নয় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তিনি।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।