অস্ট্রেলিয়ার ২০৮ রান টপকে ২ উইকেটে জিতলো ভারত
অস্ট্রেলিয়ার দেওয়া ২০৮ রানের বিপরীতে শেষ ওভারে ভারতের দরকার ছিল ৭ রান, হাতে ৫ উইকেট। শন অ্যাবটের করা প্রথম বলে মারেন রিংকু সিং। পরের বলে ১টি বাই রান আসার পর ভারতের দরকার শেষ ৪ বলে ২ রান। এরপর টানা তিন বল উইকেট হারায় ভারত।
সমীকরণ যখন শেষ ২ বলে ২ রানের তখন দুই রান নিতে গিয়ে রানআউট অর্শদীপ সিংও। তাতে স্ট্রাইক ফেরত পেয়ে যান রিংকু। আইপিএল মাতানো ব্যাটসম্যান শেষ বলে ছক্কাই মেরে দলকে জেতান। তবে ওই ছক্কাটা যোগ হয়নি রিংকুর হিসাবে। কারণ বলটি ছিলো নো বল ছিল। রিংকু ছক্কার মারার আগেই যে ম্যাচ শেষ!