আর্কাইভ থেকে ফুটবল

আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আজ শুক্রবার ইন্দোনেশিয়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি বাংলাদেশের কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে না। তবে ফিফা প্লাস ওয়েবসাইটে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

 

চলমান এই বিশ্বকাপ আসর দুই দলই হার দিয়ে শুরু করেছিল। তবে এরপর টানা দুই ম্যাচ করে জয় পাওয়ায় তারা পা রাখে কোয়ার্টার ফাইনালে। ‘সি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে ব্রাজিল এবং ‘ডি’ গ্রুপের সেরা হয়ে রাউন্ড অব সিক্সটিনে ওঠে আর্জেন্টিনা।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন