‘উইনেবল অ্যান্ড ইলেকট্রেবলদেরই মনোনয়ন দিয়েছি’
আমাদের একটাই কথা- আমরা উইনেবল অ্যান্ড ইলেকট্রেবল যারা, তাদের আমরা মনোনয়ন দিয়েছি। আমাদের যে ক্যাটাগরি আছে, এর মধ্যে যারা পড়েনি, তাদের মনোনয়ন দেয়া হয়নি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলের মনোনয়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৫ থেকে ৩০টি পার্টি এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যেই পরিষ্কার হবে কারা নির্বাচনে আসবে। নির্বাচনে অংশ না নিলেও বিএনপির অনেক নেতাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় সব শেষ হওয়ার আগে এ প্রশ্নের উত্তর না দেয়াই ভালো।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে লড়তে ২৯৮টি আসনে নৌকার কাণ্ডারি চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি দুটি আসনের প্রার্থীর নাম এখনো জানায়নি দলটি।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার কাণ্ডারিদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।