রাবির কাজলা গেটের সামনে ট্রাকে আগুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গভীর রাতে কাজলা গেটের সামনে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। এর আগে রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, রাত আড়াইটার দিকে পণ্যবাহী ট্রাকটির গতিরোধ করেন কয়েকজন ব্যক্তি। পরে ট্রাকে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পণ্যবাহী ট্রাক হওয়ায় অল্পতেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ট্রাকে আগুন দেয়ার বিষয়টি টহলে থাকা কয়েকজন পুলিশ আমাকে জানায়। গাড়ির চালক থেকে পাওয়া তথ্যমতে, চলন্ত মোটরসাইকেল থেকে পেট্রল বোমা ছোড়া হয়। তবে কে বা কারা পেট্রল ছুড়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কাজ চলছে।