অসময়ের বৃষ্টি, বজ্রপাতে ২০ জনের মৃত্যু
অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশু ও চাষের ক্ষেত্রেও। বজ্রপাতে একদিনে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থা ভারতের গুজরাটে। খারাপ আবহাওয়ার জেরে বেশ কয়েকটি বিমান চলাচলেও দেরি হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন বলা হয়েছে, বজ্রপাতের কারণে গুজরাটের ১৩টি জেলায় ২০ জন মারা গেছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার পাশাপাশি, পশ্চিমি ঝঞ্ঝাও গুজরাটের বিস্তীর্ণ অংশে বজ্রসহ মেঘ তৈরিতে সহায়ক পরিবেশ তৈরি করছে। এর প্রভাবেই গুজরাটে এই অকালবর্ষণ। গুজরাট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিসংখ্যান বলছে, সুরাত, সুরেন্দ্রনগর, খেড়া, তাপী, আমরোলার মতো জেলায় ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেশ কিছু জেলার পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে সংলগ্ন রাজস্থানের কিছু অংশেও। ২০ জনের মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।