শ্বশুরের যে কথা শুনে চোখে পানি রণবীরের
বলিউডের অন্দরে এক সময় ‘ক্যাসানোভা’ বলে দুর্নাম ছিল এ অভিনেতার। দীপিকা পাড়ুকান থেকে ক্যাটরিনা কাইফ, নার্গিস ফাকরি, মাহিরা খান— একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার। এক সময় ‘কফি উইথ করণ’-এর শোয়ে এসে জামাই রণবীর কাপূরকে ‘লেডিজ’ ম্যান’-এর তকমা দিয়েছিলেন মহেশ ভাট।
শুধু তাই নয়, অভিনেতা হিসাবেও যে রণবীরের বাড়াবাড়ি রকমের প্রশংসা করা হয় মন্তব্য করেন আলিয়ার বাবা। কিন্তু সেই রণবীরই জামাই হতে যেন বদলে গেল সব। শ্বশুরের মুখ থেকে প্রশংসা শুনতেই চোখে পানি জামাই রণবীরের।
১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রণবীরের ছবি ‘অ্যানিম্যাল’। বেশ জোরেসোরেই চলছে ছবি মুক্তির প্রচার। দেশের বিভিন্ন শহরে গিয়ে প্রচার করবেন তারা। শুধু তাই নয়, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে যাচ্ছে টিম ‘অ্যানিম্যাল’।
সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে যান রণবীর। সেখানে অভিনেতার পরিবারের মানুষেরা তাকে শুভেচ্ছাবার্তা দেন। রণবীরের মা নীতু কাপূর ও শ্বশুর মহেশ ভাট যা বললেন, তাতেই আবেগঘন হয়ে পড়েন এ অভিনেতা।
শ্বশুর মহেশ জামাই প্রসঙ্গে বলেন, ‘‘আমি মনে করি, রণবীর আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা। তবে তার থেকে বেশি ভাল বাবা ও। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা রণবীর। ও যখন ওর মেয়েকে দেখে, সেই সময়টায় যদি আপনারা ওর চোখ দুটো দেখতে পেতেন, বুঝতেন। আমি আমার জামাইকে নিয়ে গর্বিত।’’ মহেশের কাছে এমন প্রশংসা শুনে চোখের পানি আটকে রাখতে পারেননি রণবীর।
নীতু বলেন, ‘‘রণবীর যেভাবে রাহাকে ভালবাসে, এমন ভালবাসা দিতে কেবল মায়েরাই পারে।’’ মা হয়ে ছেলের প্রশংসা নতুন কিছু নয়। কিন্তু, এক সময় যার সমালোচনা করেছিলেন মহেশ, জামাই হতেই বদলে গেল দৃষ্টিভঙ্গি— এই ব্যাপারটা চোখ এড়াচ্ছে না নেটাগরিকদের।
মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাটের সঙ্গে সংসার পেতেছেন রণবীর কপূর। বিয়ের বছর না ঘুরতেই জন্ম হয় কন্যা রাহার ।