বর্ণাঢ্য আয়োজনে সাতদিন ব্যপী রাসযাত্রা শুরু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সাতদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রার শুভ উদ্ধোধণের মধ্য দিয়ে শুরু হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার গোরকমন্ডল এলাকায় রাধাগোবিন্দ সার্বজনীন মন্দির প্রাঙ্গনে সাতদিন ব্যাপী রাসযাত্রার শুভ উদ্ধোধন করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ।
এসময় অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসেন আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান, ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, আন্তঃ উপজেলা মহা নামযজ্ঞের সভাপতি শুশীল চন্দ্র রায়, গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল, উক্ত অনুষ্ঠানের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, রাসযাত্রা উপলক্ষ্যে সাতদিন ব্যাপী ভাগবত আলোচনা ,লীলা কীর্ত্তণ, ভজন কীর্ত্তণ ও মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে।