ফাইনালের লড়াইয়ে জার্মানির মুখোমুখি আর্জেন্টিনা, দেখবেন যেভাবে
অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমি ফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) ইন্দোনেশিয়ার সুরকাতায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল।
চলমান এই বিশ্বকাপ হার দিয়ে শুরু করেছিলো আগামীর মেসিরা। তবে এরপর টানা দুই ম্যাচে জয় পাওয়ায় তারা পা রাখে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়ে ব্রাজিলের যুবাদের ৩-০ গোলে হারিয়ে সেমিতে পা রাখে তারা। সেখানে ক্লাদিও এচেভেরির করেন হ্যাট্রিক।
ম্যাচটি বাংলাদেশের কোন টিভি চ্যানেলে সরাসরি দেখাব যাবে না। তবে ফিফা প্লাসে লাইভ দেখা যাবে ম্যাচটি।