আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে জান্তা প্রধানের দুই সন্তানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সাবালক দুই সন্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ তথ্য নিশ্চিত করে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, অং পায়ে সোন এবং খিন থিরি থেত মনের ওপর আরোপিত হলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এ তালিকায় রয়েছে তাদের পরিচালিত ৬টি প্রতিষ্ঠানও। মূলত মিয়ানমারে চলমান জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নিত্যনতুন কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এর আগে, জান্তা প্রধান মিন অং হ্লাইংসহ মিয়ানমারের শীর্ষ ১০ সামরিক কর্মকর্তা, তাদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো বাইডেন প্রশাসন। নিষেধাজ্ঞার ফলে মিয়ানমার জান্তা শত কোটি ডলারের মার্কিন তহবিলে ভাগ বসাতে পারবে না বলে তখনই স্পষ্ট করা হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন