সোনাইমুড়ীতে মোরশেদ আলমকে সংবর্ধনা দিলো উপজেলা আওয়ামী লীগ।
নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম আবারও একই আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আর এ জন্য তাকে সংবর্ধনা দিয়েছে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে নিজ এলাকায় সোনাইমুড়ি আসার পথে সোনাইমুড়ী চৌরাস্তায় এ সংবর্ধনা দেওয়া হয়।
মোরশেদ আলম বলেন, আমি গত দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় সেনবাগে ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে সেনবাগে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা ঠিক রেখেছি।
তিনি আরও বলেন, গত ১০ বছরে সেনবাগে কোনো খুন, দাঙ্গা-হাঙ্গামা হয়নি। সংসদ সদস্য নির্বাচিত হলে সেনবাগের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবু, সোনাইমুড়ীর ৪টি ইউনিয়ন, বজরা, নাটেশ্বর, বারগাঁও, অম্বর নগরের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।