বিএনপির নির্বাচনে আসার সময়সীমা জানালেন ইসি আলমগীর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ৩০ নভেম্বরের পর বিএনপির নির্বাচনে আসার আর কোন সুযোগ নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্হিবিশ্বের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের নির্বাচনের প্রস্তুতির তথ্য সম্পর্কে জানতে চেয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর)বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার(ইসি) মো. আলমগীর এসব কথা বলেন।
এসময় তিনি বলেন,‘নির্বাচন সুষ্ঠু করতে আমাদের পদক্ষেপের কথা তাদের জানানো হয়েছে। তারাও আশা করে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।’
দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য ভিন্ন ভিন্ন নীতিমালা রয়েছে উল্লেখ করে ইসি আলমগীর বলেন,‘এই নির্বাচনে সেই নীতিমালার পরিবর্তন হয়নি, শুধু আপডেট করে মিডিয়াবান্ধব নীতিমালা করা হয়েছে। মিডিয়াকর্মীরা সেসব সুযোগ সুবিধা পাবেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।