আর্কাইভ থেকে বিনোদন

নানুর কবর ধরে সারাদিন, সারারাত যদি বসে থাকতে পারতাম: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি প্রিয় মানুষকে হারিয়ে এখনো শোকে কাতর।  অভিনেত্রীর নানা মারা গেছেন কয়েকদিন আগে।

এ অভিনেত্রী তার নানার মৃত্যুতে এখনো যেন বিষাদের সাগড়ে ডুবে আছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এমনই একটি শোকাচ্ছন্ন পোস্ট দিয়েছেন তিনি। যা হৃদয় ছুঁয়ে গেছে সবার।

পরীমণি লিখেছেন, ‘এর আগে যতবার নানু বাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই-একদিন বেশি থেকে যেতে বলতো কত করে। থাকা হয়নি…। আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন, সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না।’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করেছিল। বড় আব্বু বলে ডাকতে শিখেছিল। এখন যদি কেউ ওকে বলে, তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে সঙ্গে সঙ্গে আঙুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়। কবরের উপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বলল, ‘আব্বুটা বাই আব্বুটা বাই।’

সবশেষ এ নায়িকা আরও লেখেন, ‘দোয়া করবেন। নানু জান্নাতের ফুলের সঙ্গে থাকুক।’

গেলো ২৩ নভেম্বর দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনেত্রীর নানা শামসুল হক গাজীর।

এ সম্পর্কিত আরও পড়ুন