ফিলিস্তিনের প্রতি সমর্থনে ঢাকায় আন্তর্জাতিক সংহতি দিবস পালন
ফিলিস্তিনের প্রতি সমর্থনে রাজধানীতে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে।বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শাহবাগে সংহতি সমাবেশ ও র্যালির মাধ্যমে যৌথভাবে দিবসটি পালন করে বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপরে ইসরাইলি হামলায় বাসস্থান, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর সংকটে পড়েছে ২৩ লাখ মানুষ। দেড় মাসে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখণ্ড ফিরিয়ে দেয়া ছাড়া এই সংকটের সমাধান নেই।
বক্তারা আরও বলেন,যুক্তরাষ্ট্র সারা বিশ্বে মানবিক বিপর্যয় ডেকে আনছে। নতুন করে যুদ্ধ উন্মাদনা তৈরি হচ্ছে। বাংলাদেশেও ইসরাইলী বর্বরতাকে সমর্থন করার মধ্য দিয়ে অনেকে গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান বক্তারা।সমাবেশ শেষে,শাহবাগ থেকে একটি র্যালি টিএসসি গিয়ে শেষ হয়। বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম'র সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত'র সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়ন,ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃ্বৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ফিলিস্তিনির প্রতি সংহতি প্রকাশে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে “আন্তর্জাতিক ফিলিস্তানি সংহতি দিবস” অনুমোদন দেয়া হয়।এরপর থেকেই দিবসটি বিশ্বব্যাপী নানাভাবে পালিত হয়ে আসছে।