আর্কাইভ থেকে দেশজুড়ে

আওয়ামী লীগ সভানেত্রী ও সাধারণ সম্পাদককে মোরশেদ আলমের ধন্যবাদ

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।  তিনি বলেছেন, আমি গত দুই সেশন সেনবাগে এমপি হয়ে ভালো কাজ করেছি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আবারও আমাকে নোয়াখালী-২ আসনে নৌকার মনোনয়ন দিয়েছেন। এ জন্য তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। গত ২ সেশনে সেনবাগে আমি যে উন্নয়ন করেছি, তা বিএনপি সরকার করতে পারেনি।

বুধবার (২৯ নভেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্সের বেঙ্গল কনভেনশন সেন্টারে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, আওয়ামী লীগের বিশেষ ব্যক্তিদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলহাজ মোরশেদ আলম বলেন, উন্নয়ন চাইলে আগামীতে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।

সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের সঞ্চালনায় এ সময় সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাহার উল্ল্যা বাহার ও শওকত হোসেন কানন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক সাহজাহান পাটোয়ারীসহ সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার চারটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন