রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির মিছিল
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত হরতাল পালনে রাজধানীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করেছে নেতাকর্মীরা।
অষ্টম দফায় ২৪ ঘণ্টা অবরোধের পর শুরু হয়েছে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার হরতাল।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে গুলশান ও উত্তরায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, বিএনপি নেতা হারুনুর রশিদ, হাজী জহিরুল ইসলাম, নাদিয়া পাপন, রিপন হাসান, বিপ্লব, চান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।